অমরজিৎ মন্ডল
-সময়-
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
কেমন গেল , ভাবিনা আমি ।
একটা খারাপ স্বপ্ন ভাঙার ছিল,
ভেঙে গেল ।
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
কতটা ভালো গেল,
কতটা খারাপ গেল,
হিসেব করি না আমি ।
একটা পুরোনো কাপড় ছেঁড়ার ছিল,
ছিঁড়ে গেল ।
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
কাকে দুঃখ দিলাম,
কার মুখে ফোটালাম হাসি ,
কিছুই জানি না আমি ।
অন্ধকার কেটে আলো আসার ছিল ,
এসে গেল ।
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
কেমন গেল , ভাবিনা আমি ।
একটা খারাপ স্বপ্ন ভাঙার ছিল,
ভেঙে গেল ।
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
কতটা ভালো গেল,
কতটা খারাপ গেল,
হিসেব করি না আমি ।
একটা পুরোনো কাপড় ছেঁড়ার ছিল,
ছিঁড়ে গেল ।
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
কাকে দুঃখ দিলাম,
কার মুখে ফোটালাম হাসি ,
কিছুই জানি না আমি ।
অন্ধকার কেটে আলো আসার ছিল ,
এসে গেল ।
সময় যাওয়ার ছিল, চলে গেল ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন