শুভাশিস সামন্ত
তন্দ্রা ভাঙার পর
১।
ইতিহাসের পথে ঘুরে বেড়ানো দুপুরগুলো জানে
কোনো হিংসাই অমর নয়
প্রতিপালিত জিঘাংসা শুভ শক্তির বিরুদ্ধে করতে পারে না বিদ্রোহ
মানুষই ক্রমশ বপন করে যায় আকাশের বিস্তারে
ভালোবাসার মেঘ
গল্প পাঠে অভ্যস্ত যারা,কেবল তারাই পড়ে নিতে পারে
রাগরহস্য আর নিগূঢ় স্বরলিপি
যে নারী কাঁদতে ভুলে গিয়েছিল বৃষ্টিপাতের রাতে
যুগে যুগে তার হাতেই স্বরলিপি পুনর্লিখিত হয়
কোনো ঝড়ই উড়িয়ে নিতে পারে না ফুল কুড়ানো ফাগুনের মিত্রতা
দৃশ্যগুলো ধারণ করতে করতে একদিন তারা হারায়
শুধু থেকে যায় প্রেম
২।
খাতায় জমা বৃষ্টি বিকেল
সন্ধ্যার রঙ মেঘের ঘরে পেতেছে আড়ি
সবাই ছেড়ে যেতে চায় বিরতি বুক
অথচ কথা ছিল, এখানে কেউ কোনোদিন ফেলবে না দীর্ঘশ্বাস
ফিরতে চেয়েছিলাম মধুবনী ঘোর গায়ে মেখে
কোনো ভালোবাসাই,দ্বিতীয় নয়—
এমন সত্যের সুরে পাল তুলে ফিরে যেতে চেয়েছি
যেভাবে গহীনে ফেরে পৌষের উত্তরায়ণ
তবু ছন্দহীন সন্ধ্যা যেন রাতের গভীরে ফেরে
কেউ জমা রাখতে চায়নি আমার ছায়া-
কেউ খোঁজ নিতে চায়নি
ধুলোমাটির ঘ্রাণ লেগে থাকলো সারা মুখে
রাত পোহালো বিসর্জনের
১।
ইতিহাসের পথে ঘুরে বেড়ানো দুপুরগুলো জানে
কোনো হিংসাই অমর নয়
প্রতিপালিত জিঘাংসা শুভ শক্তির বিরুদ্ধে করতে পারে না বিদ্রোহ
মানুষই ক্রমশ বপন করে যায় আকাশের বিস্তারে
ভালোবাসার মেঘ
গল্প পাঠে অভ্যস্ত যারা,কেবল তারাই পড়ে নিতে পারে
রাগরহস্য আর নিগূঢ় স্বরলিপি
যে নারী কাঁদতে ভুলে গিয়েছিল বৃষ্টিপাতের রাতে
যুগে যুগে তার হাতেই স্বরলিপি পুনর্লিখিত হয়
কোনো ঝড়ই উড়িয়ে নিতে পারে না ফুল কুড়ানো ফাগুনের মিত্রতা
দৃশ্যগুলো ধারণ করতে করতে একদিন তারা হারায়
শুধু থেকে যায় প্রেম
২।
খাতায় জমা বৃষ্টি বিকেল
সন্ধ্যার রঙ মেঘের ঘরে পেতেছে আড়ি
সবাই ছেড়ে যেতে চায় বিরতি বুক
অথচ কথা ছিল, এখানে কেউ কোনোদিন ফেলবে না দীর্ঘশ্বাস
ফিরতে চেয়েছিলাম মধুবনী ঘোর গায়ে মেখে
কোনো ভালোবাসাই,দ্বিতীয় নয়—
এমন সত্যের সুরে পাল তুলে ফিরে যেতে চেয়েছি
যেভাবে গহীনে ফেরে পৌষের উত্তরায়ণ
তবু ছন্দহীন সন্ধ্যা যেন রাতের গভীরে ফেরে
কেউ জমা রাখতে চায়নি আমার ছায়া-
কেউ খোঁজ নিতে চায়নি
ধুলোমাটির ঘ্রাণ লেগে থাকলো সারা মুখে
রাত পোহালো বিসর্জনের
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন