জয়িতা দে সরকার
শব্দের মিছিলের পক্ষ থেকে রান্নার খোঁজে আমি জয়িতা এবার উঁকি দিয়েছিলাম বালিগঞ্জ (কলকাতা) -এর নিবেদিতা মজুমদারের রান্নাঘরে। দিদির সাথে নানান কথার ফাঁকে ফাঁকে শিখে নিয়েছিলাম তিন-তিনটে লোভনীয় রেসিপি। রেসিপিগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু তার আগে চলুন নিবেদিতা মজুমদারের সম্পর্কে দু-চার কথা। রান্না এবং নিজের সম্পর্কে জানতে চাওয়ায় নিবেদিতা দি যা যা বললো সেগুলো হুবহু তুলে দিচ্ছি পাঠকের দরবারে।

দিদির কাছে জানতে চাইলাম আজ আমরা কি কি শিখবো? চটপট জবাব এলো, একটা পনীরের পদ, বাকি দুটো মাছের। রেসিপিদের নাম যথাক্রমে -
১-পনির পসন্দ্
২-ভেটকি মাছের কোপ্তা কারি
৩-ক্যাপসি পমফ্রেট
পনির পসন্দ্

ভেটকি মাছের কোপ্তা কারি রেসিপি -
( সম্পুর্ণভাবে নিজের মন থেকে করা । না কোনো নেটের গ্রুপ না কোনো বই থেকে নেওয়া)

কিভাবে করবেন-মাছের টুকরোগুলো একটু নুন আর এক চিমটে হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ মাছ ঠান্ডাকরে কাঁটা বেছে নিতে হবে এবারে মাছ আর বাটা রসুন,আদা,পেঁয়াজ আর কাঁচা লঙ্কা(একসাথেই মিক্সি তে পেস্ট করেছি), বেসন আলু সেদ্ধ আর নুন ও এক টেবল্ চামচ সাদা তেল ভাল করে মেখে, মিশ্রণ টা কোপ্তার আকারে হাতে গড়ে নিতে হবে । কড়ায় সাদা তেল ভালো করে গরম করে গ্যাসের আঁচ কমিয়ে কোপ্তা গুলো ভালো করে ভাজতে হবে । কম আঁচে ভেতর টাও ভাজা হয়। এরপর সাদা তেল নামিয়ে সরষের তেল দিয়ে সেটা গরম হলে টুকরো করা আলু গুলো বাদামি করে ভেজে তাতে একে একে টমেটো, নুন, বাটা মশলা ও গুঁড়ো মশলা গুলো দিয়ে আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে হালকা আঁচে নাড়তে হবে । মশলা থেকে তেল ছাড়তে থাকলে তাতে জল দিতে হবে আর আলু একটু পরে সেদ্ধ হলে কোপ্তা গুলো দিয়দিতে হবে। আর একটু চাপা দিয়ে রেখে নামানোর আগে শাহি গরম মশলা ভালো করে ছড়িয়ে দিতে হবে।
ক্যাপসি পমফ্রেট
যা যা লাগবে পমফ্রেট মাছ, দুটে ক্যাসিকাম, একটা বড় টমেটো, দুটো পেঁয়াজ আর 6/7 কো রসুন ও কাঁচা লঙ্কা, মশলা লাগবে নুন, সাদা তেল, লেবুর রস বা সাদা ভিনিগার দু চা চামচ, (একটু হলুদ একটু জীরে একটু ধনে আর একটু লঙ্কা) গুঁড়ো, একটু চিনি।
প্রণালী- মাছ ভালো করে ধুয়ে তাতে লেবুর রস বা সাদা ভিনিগার আর নুন মাখিয়ে আধঘন্টা রাখতে হবে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রাখতে হবে আর রসুনের কোয়া গুলো জুলিয়ান করে কাটতে হবে আর কাঁচা লঙ্কাও চিরে দু ফালা করে নিতে হবে,এবার একটা ননস্টিক কড়া তে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে মাছ গুলো সাজিয়ে দিয় তার ওপরে কাটা সব সবজি গুলো দিয়ে নুন, হলুদ জীরে, ধনে, লঙ্কা গুঁড়ো ও চিনি ছড়িয়ে দিতে হবে , এরপর ওপরে কাঁচের ঢাকা টা দিয়ে রাখতে হবে ও কম আঁচে কিছুক্ষণ অন্তর মাছ গুলো উলটে দিতে হবে এমন ভাবে কিছুক্ষণ রেখে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন । তৈরি ক্যাপসি পমফ্রেট।
শব্দের মিছিলের পক্ষ থেকে আমি জয়িতা দে সরকার নিবেদিতা মজুমদার দিদিকে জানাই অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আমাদের পাঠকদের তিন-তিনটে লোভনীয় পদ শেখানোর জন্য। আশা করছি আগামীদিনেও দিদি আমাদের নানান পদ শেখাবেন। এবং পাঠকদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা রেসিপিগুলো পড়ছেন তারা অবশ্যই মতামত দিন। এবং আপনারা যদি নতুন ধরনের রেসিপি শিখতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না। আমরা আপনাদের আব্দার মেটাবার সাধ্যমত চেষ্টা করব। ভালো থাকবেন সবাই এই আশা নিয়েই এবারের মত বিদায়,দেখা হবে শব্দের মিছিলের পরবর্তী সংখ্যায়।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন