স্বপ্ননীল রুদ্র
ফেরা
আমাকে আলতো টেনে টেনে লাটাই-সুতোর মতো
আবছা প্রতীয়মান হয়ে কেঁপে কেঁপে উঠছে ফেরা----
বাকিটুকু পরিমাপ-ক্ষমতার মুখে ছায়া ফেলে
শুধু তরঙ্গায়িত রহস্য হাত নেড়ে শূন্যে ছাপে...
অস্পষ্ট ঠিকানার মতন সিদ্ধান্তহীনতা ঝুলে
থাকে ; তবুও আমার ফেরা অনুরূপ কোনও শুষ্ক
ধাপের সিঁড়িতে বসে মুহুর্ত অপচয়ে নারাজ
মনে হয় ; মনে হয় ফেরা যেন মালট্রেন-চালক
অনির্দিষ্টের অনুশীলন তার শিরায় শিরায়
বয়ে যাচ্ছে অবিরল স্টেশানের মায়া চূর্ণ করে...
প্রতিশ্রুতি খুঁড়ে প্রতিবন্ধ-পিলার তুলে ঢালাই
পরিয়ে দিয়েছ তুমি ; খোঁড়াখুঁড়ির ক্ষত-কষণ
আমাকে ধাঁধিয়ে দেয়---তোমার নির্মাণাশ্চর্য হাত
গলে গড়িয়ে গড়িয়ে নিচে নেমে আসে আমার স্হিতি---
পথপাড়ের ফুলের মতো অগবেষিত প্রস্ফুটনের রেণু
আমার ফেরা-শিরোনামের কপালে আছড়ে পড়েছে...
আমাকে আলতো টেনে টেনে লাটাই-সুতোর মতো
আবছা প্রতীয়মান হয়ে কেঁপে কেঁপে উঠছে ফেরা----
বাকিটুকু পরিমাপ-ক্ষমতার মুখে ছায়া ফেলে
শুধু তরঙ্গায়িত রহস্য হাত নেড়ে শূন্যে ছাপে...
অস্পষ্ট ঠিকানার মতন সিদ্ধান্তহীনতা ঝুলে
থাকে ; তবুও আমার ফেরা অনুরূপ কোনও শুষ্ক
ধাপের সিঁড়িতে বসে মুহুর্ত অপচয়ে নারাজ
মনে হয় ; মনে হয় ফেরা যেন মালট্রেন-চালক
অনির্দিষ্টের অনুশীলন তার শিরায় শিরায়
বয়ে যাচ্ছে অবিরল স্টেশানের মায়া চূর্ণ করে...
প্রতিশ্রুতি খুঁড়ে প্রতিবন্ধ-পিলার তুলে ঢালাই
পরিয়ে দিয়েছ তুমি ; খোঁড়াখুঁড়ির ক্ষত-কষণ
আমাকে ধাঁধিয়ে দেয়---তোমার নির্মাণাশ্চর্য হাত
গলে গড়িয়ে গড়িয়ে নিচে নেমে আসে আমার স্হিতি---
পথপাড়ের ফুলের মতো অগবেষিত প্রস্ফুটনের রেণু
আমার ফেরা-শিরোনামের কপালে আছড়ে পড়েছে...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন