জন্ম
তার ব্যথা গুলি হৃদয়ে ধারণ করি
কি অনায়াসে কি অবলীলায়
কবে যে মন বাঁধল বসত
নিপাট সংসার সেই ছায়ায় ?
মন প্রহেলিকা শব্দকোষে
নিতান্ত নিরুপায়
ভ্রূণ থেকে সম্পূর্ণ তার অবয়ব
এক টানে এঁকে ফেলি হৃদ জঠরে
সে এক অদৃশ্য মায়ায়
জন্ম দেই প্রান্তিক আলোয়
তাকে হৃদয় যন্ত্রণায়
সুচিন্তিত মতামত দিন