পিন্টু ঘোষ
ক্লেশ
স্টিমের প্রতিটি চিমনি দিয়ে
আজও দীর্ঘশ্বাস ওঠে আকাশে
প্রতিটি যন্ত্রাংশ জুড়ে
তাদের মরা কান্না শোনা যায় বারবার
চোখে হাঙরের খিদে ...
পরিশ্রমের বিন্দু বিন্দু ঘাম
এসে মিশে যায় নর্দমায়।
নর্দমা হতে কঙ্কালসার দুটি হাত
কে যেন ঊর্ধ্বাকাশে বাড়ায়...
অট্টালিকার ভিত্ কাঁপানো সেই কন্ঠস্বর
শুধু একটু ফ্যান চায় !
স্টিমের প্রতিটি চিমনি দিয়ে
আজও দীর্ঘশ্বাস ওঠে আকাশে
প্রতিটি যন্ত্রাংশ জুড়ে
তাদের মরা কান্না শোনা যায় বারবার
চোখে হাঙরের খিদে ...
পরিশ্রমের বিন্দু বিন্দু ঘাম
এসে মিশে যায় নর্দমায়।
নর্দমা হতে কঙ্কালসার দুটি হাত
কে যেন ঊর্ধ্বাকাশে বাড়ায়...
অট্টালিকার ভিত্ কাঁপানো সেই কন্ঠস্বর
শুধু একটু ফ্যান চায় !
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন