x

প্রকাশিত | ৯৪ তম মিছিল

কান টানলেই যেমন মাথা আসে, তেমন ভাষার প্রসঙ্গ এলেই মানুষের মুখের ভাষার দৈনন্দিন ব্যবহারের কথাও মনে পড়ে যায়, বিশেষত আজকের দিনে। ভাষা দিবস মানেই শুধু মাতৃভাষা নিয়ে আবেগবিহ্বল হয়ে থাকার দিন বুঝি আজ আর নেই!

কেননা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা মাথায় বসে আছেন, বিশেষত যাঁরা রাজনীতির পৃষ্ঠপোষকতায় ক্ষমতাভােগী এবং লােভী, তাঁদের মুখের ভাষা এবং তার প্রয়ােগ আজ ঠিক কতটা শিক্ষণীয় এবং গ্রহণীয় সেটা শুধু ভাবার নয়, রীতিমতো শঙ্কার এবং সঙ্কটের।

সবই কি তবে মহৎ ভাবনা, অনুপ্রেরণার জোয়ার? নাকি রাজনৈতিক কারবারিরা 'সুভাষিত' শ্রবণাতীত বয়ানে নিজেদের অক্ষমতার মদমত্ত প্রকাশ করছেন? সাধারণ ছাপােষা মানুষ বিস্ফারিত চিত্তে এই ভাষাসন্ত্রাস,এই ভাষাধর্ষণ দেখতে শুনতে ক্লান্ত। এর থেকে উত্তরণের উপায় এখনও অবধি কোনাে ভাষা দিবস দেখাতে পারেনি। এবারের ভাষা দিবসের কাছেও কি সেই উপায় আছে? নাকি এই খেলা হবে, চলবে ... মেধাহীন গাধাদের দৌলতে?

চলুন মিছিলে 🔴

শুক্রবার, জুন ৩০, ২০১৭

পারমিতা চক্রবর্ত্তী, শুভাশিস সিংহ

sobdermichil | জুন ৩০, ২০১৭ | | মিছিলে স্বাগত
পারমিতা চক্রবর্ত্তী, শুভাশিস সিংহ
 নিজেকে আয়নার সামনে দাঁড় করাও 

নিজেকে অবিন্যস্ত রাখাটা
বোধহয় সবার অধিকার
নিয়মানুগ রাঙা পায়ের সাথে
মূল্যবোধেরও গৃহ প্রবেশ ছিল সেদিন

পনের বছর পর.,
কেউ পাশে দাঁড়ালে ছায়া দীর্ঘ হয়
অসহিষ্ণুতা কাগজের আঙুল ধরে কত দিন পরে

দিনের ব্যবধানে
কথার প্রসূতিতে
অ্যাসট্রে উপচিয়ে যেত
সে দিনের মতো
- চামচ আর চামচার তফাত বোঝালে

আলমারিতে সাজানো স্বপ্ন
গুটিকয় ভুলের ভিড়ে
বারান্দায় ঝুলে থাকা মুখ
ঠিক তার নীচে অপেক্ষা
আগামী বসন্তে পারলে নিয়ে যেও

সংশোধন করবে !
সন্ধ্যা নামাও
একবার আয়নার মুখোমুখি দাঁড়াও
দেখবে একটাই উত্তর -- "হারামি শালা"

– অবাক লাগছে !
– একটু লাগতে দাও ৷Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন

■ আপডেট পেতে,পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.