x

প্রকাশিত | ৯২ তম মিছিল

মূল্যায়ন অর্থাৎ ইংরেজিতে গালভরে আমরা যাকে বলি ইভ্যালুয়েশন।

মানব জীবনের প্রতিটি স্তরেই এই শব্দটি অবিচ্ছেদ্য এবং তার চলমান প্রক্রিয়া। আমরা জানি পাঠক্রম বা সমাজ প্রবাহিত শিক্ষা দীক্ষার মধ্য দিয়েই প্রতিটি মানুষের মধ্যেই গঠিত হতে থাকে বহুবিদ গুন, মেধা, বোধ বুদ্ধি, ব্যবহার, কর্মদক্ষতা ইত্যাদি। এর সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা থেকেই এক মানুষ অপর মানুষের প্রতি যে সিদ্ধান্তে বা বিশ্বাসে উপনীত হয়, তাই মূল্যায়ন।

স্বাভাবিক ভাবে, মানব জীবনে মূল্যায়নের এর প্রভাব অনস্বীকার্য। একে উপহাস, অবহেলা, বিদ্রুপ করা অর্থই - বিপরীত মানুষের ন্যায় নীতি কর্তব্য - কর্ম কে উপেক্ষা করা বা অবমূল্যায়ন করা। যা ভয়ঙ্কর। এবং এটাই ঘটেই চলেছে -

চলুন মিছিলে 🔴

শুক্রবার, জুন ৩০, ২০১৭

পারমিতা চক্রবর্ত্তী, শুভাশিস সিংহ

sobdermichil | জুন ৩০, ২০১৭ | | মিছিলে স্বাগত
পারমিতা চক্রবর্ত্তী, শুভাশিস সিংহ
 নিজেকে আয়নার সামনে দাঁড় করাও 

নিজেকে অবিন্যস্ত রাখাটা
বোধহয় সবার অধিকার
নিয়মানুগ রাঙা পায়ের সাথে
মূল্যবোধেরও গৃহ প্রবেশ ছিল সেদিন

পনের বছর পর.,
কেউ পাশে দাঁড়ালে ছায়া দীর্ঘ হয়
অসহিষ্ণুতা কাগজের আঙুল ধরে কত দিন পরে

দিনের ব্যবধানে
কথার প্রসূতিতে
অ্যাসট্রে উপচিয়ে যেত
সে দিনের মতো
- চামচ আর চামচার তফাত বোঝালে

আলমারিতে সাজানো স্বপ্ন
গুটিকয় ভুলের ভিড়ে
বারান্দায় ঝুলে থাকা মুখ
ঠিক তার নীচে অপেক্ষা
আগামী বসন্তে পারলে নিয়ে যেও

সংশোধন করবে !
সন্ধ্যা নামাও
একবার আয়নার মুখোমুখি দাঁড়াও
দেখবে একটাই উত্তর -- "হারামি শালা"

– অবাক লাগছে !
– একটু লাগতে দাও ৷Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

�� পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন

■ শব্দের মিছিলের সর্বশেষ আপডেট পেতে, ফেসবুক পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.