x

প্রকাশিত | ৯২ তম মিছিল

মূল্যায়ন অর্থাৎ ইংরেজিতে গালভরে আমরা যাকে বলি ইভ্যালুয়েশন।

মানব জীবনের প্রতিটি স্তরেই এই শব্দটি অবিচ্ছেদ্য এবং তার চলমান প্রক্রিয়া। আমরা জানি পাঠক্রম বা সমাজ প্রবাহিত শিক্ষা দীক্ষার মধ্য দিয়েই প্রতিটি মানুষের মধ্যেই গঠিত হতে থাকে বহুবিদ গুন, মেধা, বোধ বুদ্ধি, ব্যবহার, কর্মদক্ষতা ইত্যাদি। এর সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা থেকেই এক মানুষ অপর মানুষের প্রতি যে সিদ্ধান্তে বা বিশ্বাসে উপনীত হয়, তাই মূল্যায়ন।

স্বাভাবিক ভাবে, মানব জীবনে মূল্যায়নের এর প্রভাব অনস্বীকার্য। একে উপহাস, অবহেলা, বিদ্রুপ করা অর্থই - বিপরীত মানুষের ন্যায় নীতি কর্তব্য - কর্ম কে উপেক্ষা করা বা অবমূল্যায়ন করা। যা ভয়ঙ্কর। এবং এটাই ঘটেই চলেছে -

চলুন মিছিলে 🔴

শুক্রবার, জুন ৩০, ২০১৭

মিজান ভূইয়া

sobdermichil | জুন ৩০, ২০১৭ | | মিছিলে স্বাগত
মিজান ভূইয়া
 বুকের বাতাস 

মনে নাও। মেনে নাও। সেই সময়। এই মেঘ। ব্যালকনিতে ছায়া পুড়ছে কার। কবিতা লেখে কে? পাশের ছাদে জামার গন্ধ।
দেয়ালে দোয়েল । সেই মুখ মনে পড়ে। গাছগুলো মনে পড়ে।

রোদের আয়না আছে। পাঁচটি পাথর আছে। পাতাগুলো নেই। এই যে শিশু মেয়ে, মেয়েটি কার! এই সকাল কার? সেল ফোনে কল দেয় কে? নিতে চাইলে নিতে পারো, বুকের বাতাস। এখনো সন্ধ্যা হয়। ছবি দেখি। নীল ঢেউ। পাহাড়। মন কাঁদে। সুগন্ধি তেলের মতো নৌকো এসে দুয়ারে দাঁড়ায়। গান বাজে। ঘর-বাড়ী মনে থাকে না। বাজার-বিকেল মনে থাকে না। ভাত খাবো ভুলে যাই। ছবি আঁকা ভুলে যাই।
সময় যায় ইচ্ছে মতো। কিচ্ছু বলি না।

কিছুই বলি না।Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

�� পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন

■ শব্দের মিছিলের সর্বশেষ আপডেট পেতে, ফেসবুক পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.