কোয়েলী ঘোষ

 কোয়েলী ঘোষ




 মেয়েরা আজও 

কেউ দাঁড়িয়ে চৌকাঠে
কেউ দাঁড়িয়ে রাস্তায় ।
কন্যে জন্ম অপরাধ
বাবা শ্বাসনালী টিপে ধরে !
মা কুয়োয় ফেলে দেয় ।
কোথাও প্লাবন ভাসে
কেউ হাঁটু জল পেরোয় --
নদীর জল শুকায় ।
কত মরে পনপ্রথায়
ক'জন চাকরি পায় ?
ভয়ঙ্কর রাত্রি জাগে
পশু ছিঁড়ে খুঁড়ে খায়
নগ্ন মেয়ে রাস্তায় ।
আকাশে বিদ্যুৎ রেখা চমকায়
'করব না বিয়ে '-কেউ গর্জায় !
প্রকল্প হুমড়ি খেয়ে পড়ে
স্তুপের পর স্তুপ জমা ,
আদালতে বিচ্ছেদ মামলায় ।
ক'জন নারীবাদী ক'জন প্রগতিশীল
বলো দেখি সংখ্যায় ?
সভ্যতার আলো এসে পড়ে ,
কেউ দাঁড়িয়ে আছে চৌকাঠে
কেউ বা দাঁড়ায় রাস্তায় ।
আমি কবিতা লিখি জীবন খাতায়
লিখতে লিখতে কখন কালি ফুরিয়ে যায় --

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.