কৌশিক চক্রবর্ত্তী
ছায়া
প্রত্যেকটি জন্মের ক্ষণ এক একটি গোপনীয় শিশিরের নিজস্ব ভঙ্গি -
খুব সন্তর্পণে ছায়াদের বাঁচিয়েই তারা লাভ করে অপার দীর্ঘতা!
যত দূর থেকে দেখা যায় মাটির সঙ্গে এ নতুন সংগ্রাম,
ততই যেন আদরের কাছে অমরত্ব পায় সমঝোতা...
নীতি -
নৈকট্য -
ঘাস -
উপাচার -
ধর্মের প্রত্যেকটি বালাই যখন তার কাছে হয়ে ওঠে রাত্রিযাপনের প্রেরণা,
তখনই যেন চোখের মণি'কে প্রেমিকা সাজায় কারা -
পূর্ণতার উপবীত বেয়ে ধীরে ধীরে ছায়ার গভীরে হেঁটে
অপরাধ চায় জন্মেরা।
প্রত্যেকটি জন্মের ক্ষণ এক একটি গোপনীয় শিশিরের নিজস্ব ভঙ্গি -
খুব সন্তর্পণে ছায়াদের বাঁচিয়েই তারা লাভ করে অপার দীর্ঘতা!
যত দূর থেকে দেখা যায় মাটির সঙ্গে এ নতুন সংগ্রাম,
ততই যেন আদরের কাছে অমরত্ব পায় সমঝোতা...
নীতি -
নৈকট্য -
ঘাস -
উপাচার -
ধর্মের প্রত্যেকটি বালাই যখন তার কাছে হয়ে ওঠে রাত্রিযাপনের প্রেরণা,
তখনই যেন চোখের মণি'কে প্রেমিকা সাজায় কারা -
পূর্ণতার উপবীত বেয়ে ধীরে ধীরে ছায়ার গভীরে হেঁটে
অপরাধ চায় জন্মেরা।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন