মূল - সলোমন দে লা সেলভা ( নিকারাগুয়া)
স্বাধীনতা ছিল যাতে মানুষ থাকত
নোংরা পাবলিক নয়
মানুষ, ভেড়ার মিছিল নয়; যাতে
নাগরিকেরা থাকত,
যাতে শৈশব আনন্দ উপভোগ করত
দুঃখ দুর্দশা হীন বাড়ির ভব্যতায় ভরা
যাতে শিশুদের বিশ্রামের বাগানগুলো উপচে পড়ত আর
খেলনাপাতি, আর
ফুলেদের চেয়েও ভাল,
এবং পাখিদের চেয়ে বেশি সোরগোল করে,
ফলেদের চেয়ে বেশি মিষ্টি,
ছোটরা বড় হতে পারে এবং পরিপক্কও
স্বাস্থ্যে ও আনন্দে যাতে দেশ আশ্রয় দিতে পারে
আর ভাল থাকার প্রতিশ্রুতি দিত কেন
মাতৃভূমি, সকলের আগে , স্বয়ং জননী এক।
El Día Bello সুন্দর দিন
মূল - খুয়ান রামোন খিমেনেস
এবং তোমার সম্পূর্ণ নগ্নতায়
ভোরের গোলাপ ফুল দেখেছি
আর আকাশী নীল সকাল,
সবুজ বিকেল দেখেছি
আর দেখেছি নীল আকাশ ।
এবং তোমার সম্পূর্ণ নগ্নতায়
নীল রাতে নগ্ন হয়ে থাকা,
সবুজ বিকেলে নগ্ন হয়ে থাকা
আর আকাশী নীল সকালে,
ভোরের গোলাপ ফুলে নগ্ন হয়ে থাকা।
এবং তোমার সম্পূর্ণ নগ্নতায়।
অনুবাদ- জয়া চৌধুরী