সেন্যোর
ধরা যাক তোমার সঙ্গে একটাও গন্ডগোল করছি না আমি
ধরা যাক এক্কেবারে সোনা মেয়ে হয়ে হাসছি
যত প্রকাশ্যে অন্দরে ঢের বেশী ন্যুনতম
ধরা যাক একটাও ঘুম বিরোধী স্প্যানিশ বিদ্রোহ নেই
ধরা যাক ঝাঁপিয়ে পড়ার আদিবাসী সংস্কৃতি
মিশিয়ে দিয়েছি ইউরোপীয়ান ক্যাথিড্রাল গাম্ভীর্যে
ধরা যাক চুলের কাট নিয়ে ঠাট্টা করে জ্বালিয়ে দিচ্ছি না হাড়
ধরাই যাক না তোমার কবিতার অক্ষর গুলোর ব্রাহ্মী লিপি
কুচিকুচি করে ফেলছি না দস্যু মোহনের মত
ধরা যাক ঠিকঠাক হেয়ার গার্ড লাগিয়ে ওর সঙ্গে স্কুটার গমন
বাংলার ঐতিহ্য অনুসারে কৌটোয় মাপছি শান্ত ধীর যেন রুজভেল্ট এর টেডি
ধরা যাক অসূয়া নেই ছাপান্ন বহর লস্কর মাঝি আসছে না অবিরাম
... আরে আরেঃ ধরব কেন শুনি?
ওইসব ভুলভাল গুলো না থাকলে আমায় পছন্দ করবে তুমি... সেন্যোর!
ধরা যাক তোমার সঙ্গে একটাও গন্ডগোল করছি না আমি
ধরা যাক এক্কেবারে সোনা মেয়ে হয়ে হাসছি
যত প্রকাশ্যে অন্দরে ঢের বেশী ন্যুনতম
ধরা যাক একটাও ঘুম বিরোধী স্প্যানিশ বিদ্রোহ নেই
ধরা যাক ঝাঁপিয়ে পড়ার আদিবাসী সংস্কৃতি
মিশিয়ে দিয়েছি ইউরোপীয়ান ক্যাথিড্রাল গাম্ভীর্যে
ধরা যাক চুলের কাট নিয়ে ঠাট্টা করে জ্বালিয়ে দিচ্ছি না হাড়
ধরাই যাক না তোমার কবিতার অক্ষর গুলোর ব্রাহ্মী লিপি
কুচিকুচি করে ফেলছি না দস্যু মোহনের মত
ধরা যাক ঠিকঠাক হেয়ার গার্ড লাগিয়ে ওর সঙ্গে স্কুটার গমন
বাংলার ঐতিহ্য অনুসারে কৌটোয় মাপছি শান্ত ধীর যেন রুজভেল্ট এর টেডি
ধরা যাক অসূয়া নেই ছাপান্ন বহর লস্কর মাঝি আসছে না অবিরাম
... আরে আরেঃ ধরব কেন শুনি?
ওইসব ভুলভাল গুলো না থাকলে আমায় পছন্দ করবে তুমি... সেন্যোর!
সুচিন্তিত মতামত দিন