ঘড়ি
সূর্যের গণনা সহজ কিন্তু তারা গণনা কঠিন বোলে খ্রিষ্টপূর্ব শতাব্দীতে একদল মানুষের দ্বারা আবিষ্কার হলো ঘড়ির,
তবে ঘড়ি সময়ের কারণে চলে না সময় ঘড়ির মধ্য দিয়ে চলে— সে নিয়ে বিতর্ক চললো কয়েককাল
তবুও রাষ্ট্রের সমস্যা নিয়ে মাতাল চিন্তিত কবি প্রশ্ন ছুঁড়ে বসলেন, ঘড়ি কি সময় দ্যাখে না দ্যাখায়?
উত্তর এসেছিলো—
ঘড়ি সময়ের উপযোগ সৃষ্টি করে!
পানশালার ঘড়ির কাঁটায় তখন মিনিটের কাঁটা ঘুরছে ঘন্টার পরে।
কতিপয় বয়স্ক মাতাল চারকোণা টেবিলে ঘিরে, ভাবে;
বোতলের শেষটুকু তরল এখনও বাঁকি, বলি— আলোচনা চলতে পারে আরো কিছুক্ষণ।
সূর্যের গণনা সহজ কিন্তু তারা গণনা কঠিন বোলে খ্রিষ্টপূর্ব শতাব্দীতে একদল মানুষের দ্বারা আবিষ্কার হলো ঘড়ির,
তবে ঘড়ি সময়ের কারণে চলে না সময় ঘড়ির মধ্য দিয়ে চলে— সে নিয়ে বিতর্ক চললো কয়েককাল
তবুও রাষ্ট্রের সমস্যা নিয়ে মাতাল চিন্তিত কবি প্রশ্ন ছুঁড়ে বসলেন, ঘড়ি কি সময় দ্যাখে না দ্যাখায়?
উত্তর এসেছিলো—
ঘড়ি সময়ের উপযোগ সৃষ্টি করে!
পানশালার ঘড়ির কাঁটায় তখন মিনিটের কাঁটা ঘুরছে ঘন্টার পরে।
কতিপয় বয়স্ক মাতাল চারকোণা টেবিলে ঘিরে, ভাবে;
বোতলের শেষটুকু তরল এখনও বাঁকি, বলি— আলোচনা চলতে পারে আরো কিছুক্ষণ।
সুচিন্তিত মতামত দিন