দেবকান্ত সূত্রধর
।। কেন্নো ট্রেন ।।
বর্ষাকালে ঐ চলেছে
কেন্নো ভায়া একা ।
তাই না দেখে খোকন বলে
ট্রেনটা কেন ফাঁকা ।।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
উঠোন পরে একা ।
খোকন বলে, গুণতে পারো
ট্রেনের ক’খান চাকা ।।
।। চিংড়ি’র ছুটি ।।
ছোট্টরাণী রাঁধবে যে ভাই
কচু শাকের বড়া,
চিংড়িগুলো তাই সেজেছে
লাগাম ছাড়া ঘোড়া ।।
।। কষ্ট ।।
এই ধরণী কাঁদছে শুধু
সবার কষ্ট দেখে ।
কাঁদছে কেন,-জানতে কি চাও ?
নিজের কষ্ট রেখে ।।
বর্ষাকালে ঐ চলেছে
কেন্নো ভায়া একা ।
তাই না দেখে খোকন বলে
ট্রেনটা কেন ফাঁকা ।।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
উঠোন পরে একা ।
খোকন বলে, গুণতে পারো
ট্রেনের ক’খান চাকা ।।
।। চিংড়ি’র ছুটি ।।
ছোট্টরাণী রাঁধবে যে ভাই
কচু শাকের বড়া,
চিংড়িগুলো তাই সেজেছে
লাগাম ছাড়া ঘোড়া ।।
।। কষ্ট ।।
এই ধরণী কাঁদছে শুধু
সবার কষ্ট দেখে ।
কাঁদছে কেন,-জানতে কি চাও ?
নিজের কষ্ট রেখে ।।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন