শরীরে বাসা বেঁধেছে এক ঘুণপোকা,
খুঁড়ে খুঁড়ে খাচ্ছে রক্ত-মাংস, অস্থি-মজ্জা।
দিন দিন বেড়েই চলেছে তার সাজ সজ্জা,
ক্রমশ গড়ে তুলেছে সাম্রাজ্যের বিস্তারতা।
চারিদিকে শুধুই হাহাকার, আর অস্থিরতা।
যেদিকেই চোখ ফেলি,সে দিকেই শুধু দেখি,
তঞ্চক, প্রবঞ্চক আর স্তাবকের কোলাকুলি।
তাদের ভিড়ের মাঝে রেখে যেতে চাহি,
প্রত্যাবর্তনকামী স্মারক,আসন্ন যুগের দিশারী।
ঘুণে ধরা শরীর জুড়ে নেমেছে তুফান ভারি,
আমি জানি , তার মধ্যে ও তুমি দেবে পাড়ি ,
আনবে নতুন সূর্য, গড়বে নতুন শান্তির নগরী।