বেথুন বেরা
ত্যাগ
এসেছে সময়, অহং-কে আজ করতে হবে ত্যাগ
মাখতে হবে প্রেমের ধুলো
ফোটাতে হবে খুশির ফুলও
ওরে, তোরা আকাশপানে হৃদয় মেলে দেখ্
এসেছে সময়, অহং-কে যে করতেই হবে ত্যাগ।
ছিঁড়তে হবে সব মায়াজাল,
আনতে হবে সুনীল সকাল,
ওরে,আপন-পরের বিভেদ ভুলে হতেই হবে এক
এসেছে সময়, অহং-কে আজ করতেই হবে ত্যাগ।
করতে হবে হিংসাকে দূর,
বধিতে হবে অন্তর-অসুর,
ওরে, ঘৃনাকে তোরা জীবন হতে কর রে পরিত্যাগ
এসেছে সময়, হৃদয়ন্তরে দু'নয়ন মেলে দেখ।
এসেছে সময়, অহং-কে আজ করতে হবে ত্যাগ
মাখতে হবে প্রেমের ধুলো
ফোটাতে হবে খুশির ফুলও
ওরে, তোরা আকাশপানে হৃদয় মেলে দেখ্
এসেছে সময়, অহং-কে যে করতেই হবে ত্যাগ।
ছিঁড়তে হবে সব মায়াজাল,
আনতে হবে সুনীল সকাল,
ওরে,আপন-পরের বিভেদ ভুলে হতেই হবে এক
এসেছে সময়, অহং-কে আজ করতেই হবে ত্যাগ।
করতে হবে হিংসাকে দূর,
বধিতে হবে অন্তর-অসুর,
ওরে, ঘৃনাকে তোরা জীবন হতে কর রে পরিত্যাগ
এসেছে সময়, হৃদয়ন্তরে দু'নয়ন মেলে দেখ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন