উদয় সাহা
"সন্দিহান "
কে গায় গান ? কে আনে পরিবর্তন ?
তুমি আমি এক একটা পৃথিবী। আবর্তন চিরন্তন।
লক্ষ্যে আমি তীর ছুঁড়েছি , করতে চেয়েছি আকষর্ণ
কক্ষচ্যুত আজ আমি ;নিয়মটা কেবল মাধ্যাকর্ষণ।
'সোনার হরিণ চাই' ব'লে ঊর্ধবশ্বাসে ছুটি
সিংহাসনে ভাগ্য আমার হাসিতে লুটোপুটি।
সংকল্প দৃঢ় কঠিন ;উন্মুক্ত চেতনা
লড়াই আমার শাশ্বত , আসলে আমি ভীত না।
ছিঁড়ছি কাগজ ফাটছে কপাল কল্পনা ভ্রাম্যমাণ
লিখছি কাব্য করছি সহ্য ইচ্ছেডানায় সন্দিহান।
কে গায় গান ? কে আনে পরিবর্তন ?
তুমি আমি এক একটা পৃথিবী। আবর্তন চিরন্তন।
লক্ষ্যে আমি তীর ছুঁড়েছি , করতে চেয়েছি আকষর্ণ
কক্ষচ্যুত আজ আমি ;নিয়মটা কেবল মাধ্যাকর্ষণ।
'সোনার হরিণ চাই' ব'লে ঊর্ধবশ্বাসে ছুটি
সিংহাসনে ভাগ্য আমার হাসিতে লুটোপুটি।
সংকল্প দৃঢ় কঠিন ;উন্মুক্ত চেতনা
লড়াই আমার শাশ্বত , আসলে আমি ভীত না।
ছিঁড়ছি কাগজ ফাটছে কপাল কল্পনা ভ্রাম্যমাণ
লিখছি কাব্য করছি সহ্য ইচ্ছেডানায় সন্দিহান।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন