তুষার দাস
কসাই হওয়া বড় বালাই
তেত্রিশ কোটিতে বড় কম পড়েছে
আরো একশো পঁচিশ কোটি চাই
যোগে ভোগে সব একাকার
নিরপেক্ষতা বড় বালাই
মা ছিলেন তো আমার জন্মদাত্রী
এখন ঘরে বা গোয়ালে মা চাই
ঢাক-ঢোল বা উপঢৌকন
খাদ্য-খাদক বড় বালাই
জোব্বা বা টিকাঃ
মূত্র বটিকা
চলো অরণ্যে ফিরে যাই
দাদা অন্ধত্ব, বড় বালাই
বৈচিত্র আজ শুধুই চিত্র
ঐক্যই বা গেলো কই
শত্রু নাই শুধুই মিত্র
দাদা, শুধু কসাই হওয়া বড় বালাই
তেত্রিশ কোটিতে বড় কম পড়েছে
আরো একশো পঁচিশ কোটি চাই
যোগে ভোগে সব একাকার
নিরপেক্ষতা বড় বালাই
মা ছিলেন তো আমার জন্মদাত্রী
এখন ঘরে বা গোয়ালে মা চাই
ঢাক-ঢোল বা উপঢৌকন
খাদ্য-খাদক বড় বালাই
জোব্বা বা টিকাঃ
মূত্র বটিকা
চলো অরণ্যে ফিরে যাই
দাদা অন্ধত্ব, বড় বালাই
বৈচিত্র আজ শুধুই চিত্র
ঐক্যই বা গেলো কই
শত্রু নাই শুধুই মিত্র
দাদা, শুধু কসাই হওয়া বড় বালাই
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন