কালো কাপড়ে পৃথিবীকে মুড়ে নিলে
বেশ বাহবা কুড়নো যায় রঙ্গমঞ্চে। লোকে হাততালি দেয় ম্যাজিক
ম্যাজিশিয়ান জানে
কতখানি কাপড় চাই ভেল্কির খেলায়, ঠিক কতখানি
কাপড় পেলে সন্তুষ্ট হবে দর্শক...
তারপর সেলাই মেশিনে জুড়ে দেওয়া
মহা দেশ ও সাগরের সীমানাকে
জল-স্থলের মিলনকে লোকে ডাকবে, ম্যাজিক
অলিভ অয়েল
হাঁড়িতে আধসেদ্ধ সময় চড়িয়ে মা খেতে বসেছে;
মাঝে মাঝে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছে ঝোল
পাশের উনুনে ফুটছে অদেখা দুপুর
আমি অনতিদূরে স্যালাডের জন্য টম্যাটো কাটছিলাম
পেঁয়াজ-শসা-গাজর আসন্ন মৃত্যু প্রতিরোধে
সমাবেশের আয়োজন করছিল
চরম মুহূর্তে বাবা অলিভ অয়েল ঢেলে
বরবাদ করে দিলেন সমগ্র এজেন্ডা ..