সবার হৃদয়ে হেঁটো
তুমি ভারত ও বাংলাদেশ,
মানি সব্বাই,
মানে মক্তব, মানে লেটো,
ওগো বিদ্রোহী, সেনানী -
তুমি সবার হৃদয়ে হেঁটো ।
তুমি চিৎকার, ভাঙ্গো ক্ষত,
তুমি প্রেমী শাশ্বত ।
তুমি বারুদ ঠাসা শির,
সুরেরও শরণাগত ।
তুমি স্বাধীন, মুয়াজ্জিন,
যুদ্ধে বীর, ধর্মে আবৃত ।
তুমি সহজ থেকে কঠিন,
তুমি তোমার আবিষ্কৃত ।
তুমি কাণ্ডারি, ধূমকেতু -
প্রতিবাদে অসংযত,
ওগো বিদ্রোহী, সেনানী -
তুমি সবার হৃদয়ে হেঁটো ।
তুমি ভারত ও বাংলাদেশ,
মানি সব্বাই,
মানে মক্তব, মানে লেটো,
ওগো বিদ্রোহী, সেনানী -
তুমি সবার হৃদয়ে হেঁটো ।
তুমি চিৎকার, ভাঙ্গো ক্ষত,
তুমি প্রেমী শাশ্বত ।
তুমি বারুদ ঠাসা শির,
সুরেরও শরণাগত ।
তুমি স্বাধীন, মুয়াজ্জিন,
যুদ্ধে বীর, ধর্মে আবৃত ।
তুমি সহজ থেকে কঠিন,
তুমি তোমার আবিষ্কৃত ।
তুমি কাণ্ডারি, ধূমকেতু -
প্রতিবাদে অসংযত,
ওগো বিদ্রোহী, সেনানী -
তুমি সবার হৃদয়ে হেঁটো ।
Tags:
বিশেষ পাতা