বুকের আঁচল খসলে দাম বেড়ে যায় আরও,
নষ্ট দেশ আর নষ্ট মানুষজন ।
হোক পরিষ্কার । দুধের সাথে জল মিশে থাক আরও,
চলবে রোজই সম্প্রচারে কেচ্ছা সারাক্ষণ ।
পাখির মতো উড়ছে টাকা, পড়ছে ঝরনা হয়ে ।
মস্তিতে লোড, সুযোগ খুঁজছে পুরুষগুলো ।
লুটপাট হয় নিজের আওয়াজ মুখ থেকে বেরিয়ে,
লাকি – ড্রয়ে নাম আছে কার, কাদের মুখোশগুলো ?
বেরিয়ে পড়ে রাতের ছায়া । পেরিয়ে যায় চৌকাঠ থেকে ঐ কাঁটাতার ।
বিক্রি হয় রাতের সাথে মায়ার শরীর ,
গিলে খায় নষ্ট মানুষগুলো । গলা দিয়ে বিষ নেমে যায় কয়েক প্রকার,
লজ্জা – ঘৃণা – ভয় মরে যায় নষ্ট পরীর ।