আমি কিছু শব্দের খোঁজে ভালবেসি গেছি তোমায়
বেজেছে দুপুর রাত্রি নিঝুম শব্দেরা নূপুরের ন্যায় ।
একাকী সময় সহস্র নিয়ে মুহুর্তেরা বাঁচে চোখে
স্মৃতি লেখা সব শব্দের খোঁজ এ প্রজন্ম মিছিলে ।
ন্যায় অন্যায় বিবেকের ভাঁজ খোলে সত্যের দৃঢ়তায়
শব্দেরা হুংকার শব্দেরা আলোকে কবিতার একতায়
কবিতা আমার তোমায় ঘিরে স্বপ্ন বুনেছে শব্দের সাজে
আমি তো রয়েছি তোমার হৃদয়ে পূর্ণ করেছে কাজে।
বেদুইন ছিল নাকি ধূমকেতু ইতিহাস মেপে রাখে
শব্দের মাঝে শব্দ এঁকেছে, সে তো মানুষ ই তো পারে !