আমি কবি! তবে বিদ্রোহী নই।
হারাবো না দিশা তোমার পথে, কাণ্ডারি যদি হই।
আমি হতে পারি যজাতি জাতের বজ্জাতি ভুলে,
একবার যদি বলে কাজী নজরুলে।
মানবো না টিকি-দাড়ি-টিকটিকি-হাঁচি।
দূর্গম মরু প্রান্তর পেরোতেও রাজি।
আমি খোয়াবো না জাত মুনাজাত ভুলে,
একবার যদি বলে কাজী নজরুলে।
মৃত্যুক্ষুধা যদি না থাকে তবে বৃথা এ জীবন কীসের!
বাঁশিও'লা তবে হলাম কেন যদি না বাজবে বাঁশি বিষের।
অগ্নিবীণা বাজাবো সেদিন, সে আগুন শরীর ছুঁলে,
যে আগুন জ্বালিয়ে ছিল কবি নজরুলে।
আজি হাজার কুসুম ফুটেছে দেখো, হাজার হাজার বৃন্তে।
দূর হয়ে যায় মানুষে-মানুষে, মন্দির মসজিদ চিনতে।
দাও হুংকার, হোক বিদ্রোহ, হেরে যাক তাজিয়া-ত্রিশূল।
একবার ফিরো বিদ্রোহী রূপে কবি, তুমি নজরুল।