সোমা ঘোষ
কবি নজরুল
বাংলা মায়ের সন্তান ,
তুমি বিদ্রোহী কবি নজরুল,
বুকেতে তোমার সাম্যের গান,
লেখনী অগ্নি সমতুল।
সাধক তুমি ভক্তিবাদের,
তুমি প্রেরণা বিপ্লবীর,
কান্ডারী তুমি সাম্যবাদের,
প্রণম্য তুমি বীর।
তোমাকে আমরা ভুলিনি হে কবি,
আজও" চিরউন্নত তব শির",
হে তরুনদলের পথিকৃৎ,
তুমি সত্যই "চিরবিস্ময় এই বিশ্ববিধাত্রীর"॥
বাংলা মায়ের সন্তান ,
তুমি বিদ্রোহী কবি নজরুল,
বুকেতে তোমার সাম্যের গান,
লেখনী অগ্নি সমতুল।
সাধক তুমি ভক্তিবাদের,
তুমি প্রেরণা বিপ্লবীর,
কান্ডারী তুমি সাম্যবাদের,
প্রণম্য তুমি বীর।
তোমাকে আমরা ভুলিনি হে কবি,
আজও" চিরউন্নত তব শির",
হে তরুনদলের পথিকৃৎ,
তুমি সত্যই "চিরবিস্ময় এই বিশ্ববিধাত্রীর"॥
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন