সাদা পাতা
বিষাদ ছেয়ে আছে ঘর জুড়ে ।
শুকনো পাতায় মর্মর ধ্বনী তুলে
ওরা চলে যায় অন্ধকারে।
টেবিলে রাখা চশমা, ঘড়ি
অস্তিত্বের পরম্পরা ।
বালিশে আজও সম্পর্কের ছোঁয়া ।
স্মৃতির বারান্দায় বিবর্ণ কেয়া ফুল
শিকড় ছেঁড়া ব্যাথায় মূক । অশ্রু সিক্তা ।
তবুও শূন্য চায়ের কাপ ছুঁয়ে
বিকেল নামে ছাদের গায়ে।
অভিমানী কলম মুখ ডুবিয়েছে কালির বুকে।
কিছু মৃত্যু আগুনে পোড়েনা ।
ফল্গু ধারায় বয়ে চলে নিঃশব্দে ,
শব্দ অভিযানে ।
Tags:
অন লাইন
অভিমানী কলম মুখ ডুবিয়েছে কালির বুকে
অভিমানী কলম মুখ ডুবিয়েছে কালির বুকে