পুরোনোকে নতুন করে সাজাতে হবে
তাই, তানপুরার ধুলো ঝাড়া মোছা চলে,
ধুলো ঝাড়াতে ঝাড়তে হঠাৎ ঐ
বেরিয়ে আসে, কিছু স্মৃতির চিঠির ঝাঁপি,কবিতার ডাইরি ,তাতে লেখা কিছু পুরাতন নাম আর চেনা গায়ের গন্ধে জড়ানো,চেনা সব শব্দ
তানপুরা ভোলে নি সে সুর, ভুলেছে অন্য কেউ, অন্য কোনখানে
না হয়ে ওঠা কবিতারা আজও শিরোনামের অপেক্ষায় পথ চেয়ে আছে বুঝি
গায়ের গন্ধটুকু ক্ষীণতর ক্রমশ
চেনা শব্দরা হয়েছে ভীষণরকম অচেনা, তবু
ভালো থেকো....
চৈতির বিদগ্ধ দুপুর
ধূ ধূ করা মাঠ, খাঁ খাঁ করে বুকের ভিতর
এমন সময় দূরে হেঁকে যাওয়া ফেরিওয়ালার ডাক........লুহা ভাঙা ,টিন ভাঙা ,পুরানো ভাঙা চোরা জিনিস বিক্রি .......
ফেরিওয়ালা ফিরে যায় বৃথা
পিচ ঢালা রাস্তা শুষে নেয় নোনা ঘাম
বিক্রি হয় না স্মৃতি, যন্ত্রণা কিংবা গোপন হৃদয়ের রক্তের দাগ
পুনর্জন্ম পায় বিষাদের হাহাকার... তবু
ভালো থেকো.....
ঝরাপাতাদের বাসরে আজকে
মুকুলের সহবাস উদাসী হাওয়াকে
সঙ্গী করে ,মিলে মিশে একাকার কালবোশেখের সন্ধিক্ষণে
মন চলে যায় ফেলে আসা স্মৃতিতে..
ঈশান কোণের কালো মেঘ জানে, হিসাবের গল্প
বৃষ্টির জলে শান্ত হয়ে আসে তাপ
তারপর গুটিগুটি পায়ে আসে সন্ধ্যা
এখনও দু'হাতের আড়াল করে জ্বলে ওঠে যে প্রদীপখানি রোজ রোজ
সে শিখার আলো ছুঁয়ে দেয় প্রেম, তবু
ভালো থেকো....