একঘর মনকেমনের ছায়া মুছে
ঘন শ্রাবণের রিমঝিম দিনে
স্মৃতিরা অঙ্কুরিত হয়
বিদ্যুত চমকে ক্রমদৃশ্যমান বিগতবেলা--
মেঘের ডাকবাক্সে পাঠানো বেনামী চিরকুট
একঝাঁক সাদা ডানা মেলে উড়ে যায়
উড়ে যায় আঁচল.. দলছুট মেয়েবেলা
কুড়োতে ব্যস্ত চুপকথার রঙীন পালক--
বিস্মৃতির ধুলো ধুয়ে যায় মন্দ্রিত মেঘভারে
ভুলে যাওয়া আদুরী নামে ডেকে যায় কে
সুদূর প্রবাসের চিনার শাখার সবুজ প্রান্তর
বুকের মাঝখানে অতলান্তিক আলোড়ন--
ভিজে পূব হাওয়ার স্পর্শে চেনা মেদুরতা
জল ওড়নার আবিলতায়
অবিচ্ছেদ্য প্রেমিক শব্দগুলির বহমান স্রোত
ধূসর একাকীত্বের মৌনতা ভাঙে
সাহসী..ষোড়শী-অতীতচারিতায়---