শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
 থাকার ভিত্তি  

কিছুই নেই দেখ এই হাত খালি
কিছুই নেই দেখ তোমাকে দেবার
কিছুই নেই তবু ভালোবাসি বলি
কিছুই নেই দাবী তোমায় চাওয়ার
কষ্টই হোক , হোক গে কষ্ট আরও
তোমায় কেন অল্পে ভোলাই সখা
আমি নাহয় আলাভোলা অশরীরী
তুমি কি আর যেমন তেমন পারো ?
উড়ো পথের গোবিন্দায় খই
আজলা ভরে পেলাম এই না কত
পথটি তোমার , পথের ভালো হোক
জান্নাতুলের আঁধার আমার সই
সবার মতে বসন্ত দিন এটা
আমি দেখছি কালবোশেখি এল
আমি দেখছি খাঁ খাঁ একার দুপুর
তোমায় ছাড়া ফাগুন মানায় কই ?



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন