শামীম পারভেজ
বৈশাখ এলেই
বৈশাখ এলেই পড়ে মনে
কালো মেঘের ভেলা
এ ভেলাই আনে বয়ে
ঝড় বৃষ্টি মেলা
বৈশাখ এলেই পড়ে মনে
অঝরে ঝরে বৃষ্টি
এ বৃষ্টি আনে বয়ে
দু:খ কষ্টের লিস্টি
বৈশাখ এলেই পড়ে মনে
বৃষ্টির পর সুখ
ধুয়ে মুছে আনে বয়ে
সবার হাসি মুখ
বৈশাখ এলেই পড়ে মনে
বৈশাখি মেলায় যাওয়া
এ আনন্দ আনে বয়ে
ইলিশ পান্তা খাওয়া
বৈশাখ এলেই পড়ে মনে
ঢোল একতারার সুর
এ সুরেতেই আনে বয়ে
হৃদয় শান্তিতে ভরপুর
বৈশাখ এলেই পড়ে মনে
বাংলা বছর এলো
শুভ নববর্ষ আনে বয়ে
সুখের শুভ্র পায়রাগুলো।
বৈশাখ এলেই পড়ে মনে
কালো মেঘের ভেলা
এ ভেলাই আনে বয়ে
ঝড় বৃষ্টি মেলা
বৈশাখ এলেই পড়ে মনে
অঝরে ঝরে বৃষ্টি
এ বৃষ্টি আনে বয়ে
দু:খ কষ্টের লিস্টি
বৈশাখ এলেই পড়ে মনে
বৃষ্টির পর সুখ
ধুয়ে মুছে আনে বয়ে
সবার হাসি মুখ
বৈশাখ এলেই পড়ে মনে
বৈশাখি মেলায় যাওয়া
এ আনন্দ আনে বয়ে
ইলিশ পান্তা খাওয়া
বৈশাখ এলেই পড়ে মনে
ঢোল একতারার সুর
এ সুরেতেই আনে বয়ে
হৃদয় শান্তিতে ভরপুর
বৈশাখ এলেই পড়ে মনে
বাংলা বছর এলো
শুভ নববর্ষ আনে বয়ে
সুখের শুভ্র পায়রাগুলো।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন