জয়ন্ত সেন
লেখাটা নতুন, ভাব্নাটা পুরানো
লেখাটা নতুন, ভাব্নাটা পুরানো
স্মৃতি থেকে কোরানো
এলোমেলো ছড়ানো
প্রশ্ন-তারে জড়ানো
যেখানে "যদি"-টা তো বড্ড জ্বালায়...!
যদি এরকম হতো !
যদি ওরকম হতো !
যদি এরকম না হয়ে ওরকম হতো
যদি কিছুই না হতো
তবে কেমন হতো ?
যদি সেদিনটা মুছে যেতো..
যেদিন মাঝ-পথে দাঁড়িয়ে
চিঠিটা, পা-দিয়ে পাড়িয়ে
ফেলে গেলি অবহেলায় ।
লেখাটা নতুন, ভাব্নাটা পুরানো
স্মৃতি থেকে কোরানো
এলোমেলো ছড়ানো
প্রশ্ন-তারে জড়ানো
যেখানে "যদি"-টা তো বড্ড জ্বালায়...!
যদি এরকম হতো !
যদি ওরকম হতো !
যদি এরকম না হয়ে ওরকম হতো
যদি কিছুই না হতো
তবে কেমন হতো ?
যদি সেদিনটা মুছে যেতো..
যেদিন মাঝ-পথে দাঁড়িয়ে
চিঠিটা, পা-দিয়ে পাড়িয়ে
ফেলে গেলি অবহেলায় ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন