বিউটি সাহা



 "প্রিয় রবীন্দ্রনাথ" 

যে পথেই চলেছি ঐ দেখো
আঁধারই আঁধার মাখা
যে বিষাক্ত বায়ু ঢুকেছে প্রাণে
সে বায়ু যায় না দেখা।

তোমার আলোতে পথ দেখাও
কাটুক বিনিদ্র রাত
জগতের ভার তোমার মাথায়
প্রিয় রবীন্দ্রনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন