উপকরণ : কিমা ২০০ গ্রাম, লঙ্কা গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি ১ চা চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল, ময়দা ২৫০ গ্রাম, জল প্রয়োজনমতো ও শুকনা করা সিদ্ধ মসুরের ডাল ২ টেবিল চামচ।
প্রণালী: প্রথমে ময়দায় স্বাদ অনুযায়ী নুন পরিমাণমতো তেল দিয়ে ময়াম দিন। তারপর পরিমাণমতো জল দিয়ে ময়দা ভালো করে মাখিয়ে ডো তৈরি করুন। কিমা জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখুন। এরপর কড়ায় তেল গরম করে আস্ত গরম মশলা ফোড়ন দিন। এরপর পেয়াঁজ দিন। লালচে বাদামী রং হয়ে এলে আদা-রসুন বাটা, নুন, লঙ্কা, হলুদ, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে কিমা কষতে থাকুন। আন্দাজ মত জল দিয়ে কিমা সিদ্ধ হয়ে এলে আলাদা নামিয়ে রাখুন। একদম শুকনো নামাবেন। পরে শুকনা করে সিদ্ধ করা মসুরের ডাল ও রান্না করা কিমা এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এখন তৈরি করা ময়দার ডো থেকে পরিমাণমতো গোলা হাতে নিয়ে মাঝখানে গর্ত করে তাতে কিমা ও ডালের পুর ভরে সাবধানে গোল গোল করে কচুরির মতো করে বেলে গরম ডুবন্ত তেলে ভেজে তুলুন গরম গরম কিমা কচুরি।
উপকরণ: ডিম— ৪টি পেঁয়াজ— ৩টি কাঁচা লঙ্কা— ৩-৪টি টোম্যাটো— ২টি আদা— এক টুকরো (২ ইঞ্চি মাপের) রসুন— ২-৩ কোয়া হলুদ গুঁড়ো— আধ চা চামচ লঙ্কা গুঁড়ো— ১ চা চামচ ধনে গুঁড়ো— ১ চ চামচ জিরে গুঁড়ো— ১ চা চামচ মৌরি গুঁড়ো— ১ চা চামচ শাহী গরমমশলা গুঁড়ো— ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো— আধ চা চামচ পাতিলেবু— ১টি ধনে পাতা— আধ মুঠো নুন— স্বাদ মতো চিনি— এক চিমটে সরষের তেল— ৩ টেবিল চামচা
প্রণালী: একটি বড় বাটিতে ডিম ফেটিয়ে নিন। তাতে অল্প করে পেঁয়াজ কুচি, টোম্যাটো কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন মেশান। একটি টিফিন বক্সের ভিতরে অল্প তেল মাখইয়ে নিন। তাতে ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিন। বাক্স বন্ধ করে গরম জলে পনেরো মিনিট ধরে ভাপিয়ে নিন। এ বার ভাপানো ডিম বের করে হাল্কা তাতানো ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ও চিনি ফোড়ন দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে একে একে টোম্যাটো কুচি, আদা বাটা, রসুন বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিন। সব্জি ভাজা ভাজা হয়ে এলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, নুন ও চিনি দিন। মশলা কষতে থাকুন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে ডিমের টুকরোগুলো দিয়ে দিন। অল্প লেবুর রস দিয়ে নাড়াচাড়া করুন। শাহী গরমমশলা গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। হাতে গড়া রুটি বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের ধোকার কালিয়া।
উপকরণ : দুধ ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, জেলি ৫০ গ্রাম লাল এবং ৫০ গ্রাম সবুজ, নুডলস ১০০ গ্রাম, এলাচ পাউডার ৫ গ্রাম, কাজু বাদাম ১০০ গ্রাম, কাস্টার্ড পাউডার ১৫০ গ্রাম, রাবড়্রি ১৫০ গ্রাম, ডানো ক্রিম ৫০ গ্রাম।
প্রণালী: দুধ জ্বাল দিন। এর মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে ভালোভাবে নাড়ুন। তারপর চিনি দিয়ে ভালোভাবে নাড়ুন, যাতে চিনি ভালোভাবে মিশে যায়। এরপর নামিয়ে দুধটি ঠাণ্ডা করুন। জেলি বাদে উল্লিখিত সব মশলা মিক্সড করুন ভালোভাবে। উপরে জেলি দিয়ে ডেকোরেশন করুন এবং পরিবেশন করুন লোভনীয় জান্নাত-ই-শিরিন।