ওরা
সব অন্ধকার রাতের পিছনে
কিছু উজ্জ্বল সকাল থাকে।
সেই সূর্যস্নাতা রঙীন সকালেরা জড়ো হয়।
আশার সাথে আশা জোড়ে।
খেলাঘরে সাজায় বনসাই,
তারপর সন্ধ্যার ঢালু পথ বেয়ে
নেমে আসে রাত, নিভে যায় আলো।
তখনই বসন্তের উঁকিঝুকি ওদের খেলাঘরে।
দেখে নেয় দূরত্বের ব্যাবধান
ওরা ঘুমায় শুধু অনুভূতি গুলো
এঁকে যায় সাদা ক্যানভাসে--
কখনো রঙীন কখনো বা ফ্যাকাশে।
সব অন্ধকার রাতের পিছনে
কিছু উজ্জ্বল সকাল থাকে।
সেই সূর্যস্নাতা রঙীন সকালেরা জড়ো হয়।
আশার সাথে আশা জোড়ে।
খেলাঘরে সাজায় বনসাই,
তারপর সন্ধ্যার ঢালু পথ বেয়ে
নেমে আসে রাত, নিভে যায় আলো।
তখনই বসন্তের উঁকিঝুকি ওদের খেলাঘরে।
দেখে নেয় দূরত্বের ব্যাবধান
ওরা ঘুমায় শুধু অনুভূতি গুলো
এঁকে যায় সাদা ক্যানভাসে--
কখনো রঙীন কখনো বা ফ্যাকাশে।
Tags:
অন লাইন