ফুলের ওপর কে বসেছ? সুহাসিনী?
আগে তো এমন চাঁদ দেখনি!
থেকো না আর আস্তাকুঁড়ে
নামলে সে চাঁদ
বসবে তোমার ললাট জুড়ে।
ফুলের ওপর কে বসেছ? কনকলতা?
জমিয়ে রেখো তৃষ্ণাটুকু ,
জমিয়ে রেখো অনেক কথা,
আর যেওনা পরের বাড়ী,
এখন তোমার ঘটবে সবই তাড়াতাড়ি।
ফুলের ওপর কে বসেছ? ময়নামতি?
বোশেখ মাসেই আষাঢ়-শ্রাবণ,
সাত সকালেই গর্ভবতী!
তবু অনেকেই তা দেখতে যাবে,
চক্ষু বুজে এমন কি আর দেখতে পাবে?
ফুলের ওপর কে বসেছ? মনমোহিনী?
যাদের ছিলে চোখের মণি
তারাই দিলো মস্ত ফাঁকি!
আমিও দেখি দূরের থেকে,
আমরা কেবল দেখেই থাকি।
ফুলের ওপর বসিসনে আর, কালনাগিনী
লুকিয়ে আছে পাতার নিচে,
বিষ ছড়াবে শরীর জুড়ে,
আর কোনদিন আসিসনে তুই
আমাদের এই আস্তাকুঁড়ে।
স্বচ্ছ্ব শরীর
আমি কারুকে আড়াল ক’রে নেই
এই দুটি করতলে কিছুই ঢাকা পড়ে না
আমি কারুকেই আড়াল ক’রে নেই--
এই দেখ আমার স্বচ্ছ্ব শরীর
আকাশের অত বড় চোখ, কিছু কী গোপন থাকে ?
আমি কারুকেই গোপন ক’রে নেই...
ক্ষুধা আরো নিম্নগামী হ’লে
আমার করতল তার স্বচ্ছ্বতা টের পায়
কিছুই আড়াল করে না
আমি কারুকে আড়াল ক’রে নেই
এই দেখ আমার স্বচ্ছ্ব শরীর.....