রত্নদীপা দে ঘোষ

রত্নদীপা দে ঘোষ
 মংপু 

তুমি মংপু গেলে। আমাকে ছাড়াই।
প্রতিবাদে , আমি সমুদ্রে। তোমাকে ছাড়াই।

তুমি লিখলে , রত্নদীপা ... এখানে এত এত বরফ ... রোদ জড়ানো বরফ ... তুমি দেখলে না বোলে সূর্য কথাই কইল না তেমন ... যদি বা কইল একটি ... দুটি ... আলাপই জমলো না ... 

আমি লিখলাম , এখানে এতো জল ... জলের আগে জল , জলের পরেও জল ... তুমি জলস্পর্শ করলে না বলে ... জলস্তম্ভ তৈরিই হোলো না ... 

তুমি লিখলে , পাহাড় ... পাহাড় ... অজস্র পাহাড়... তোমাকে ছাড়া আমার যে দম বন্ধ হয়ে আসছে ... 

আমি লিখলেম ... ঢেউ ... ঢেউ ... অজস্র ঢেউ ... ঠিক তোমার মতোই ...গুনছি ... শেষই হচ্ছে না ...  





একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন