বেলা যায়, গাঢ় হয় এইসব মেরুকরণের দিন
স্বভাবতই হঠাৎ অন্ধকার গ্রাস করে অস্তিত্বের করোটি
তবু তুমি সকল বিরুদ্ধতা জয় করে মাঝেমাঝে দেখাও বন্দর
অবাধ আশ্রয়ের চিবুক থেকে চেয়ে আনি সুরম্য উত্তাপ।
অথচ কাহিনিটি এগিয়ে যাচ্ছিল কতই মসৃণ
কত ঢেউ নিয়ে ফিরে এসেছিল বারান্দার তামাটে রং
তোমাকে অন্তহীন ছুঁয়ে দিচ্ছিলাম সেই রঙে রোজ
অনিবার্যতা রোধে তাই নতুন করে লেখা হলো বিধিলিপি।
তবুও তোমার ভরসায় বেঁধে রাখছি জীবনের তার
সময় বলবে, তোমার বন্দরে আমি চিরস্থায়ী ফেলেছি নোঙর।