কাঁটাতারের পাশে পড়ে আছে
ছ 'ফুট একটি লাশ।
কপালে রক্ত তিলক আঁকা।
সুঠাম শরীরের সমস্ত শক্তি এসে
জমা হয়েছে দু 'বাহুর মধ্যে।
মুখ থেকে তখনও শোনা যায়
এক অস্ফুট কন্ঠস্বর---
বন্দেমাতরম্ না আল্লাহ হু আকবর
বোঝা যায় না...একেবারে অস্ফুট স্বর...
এখন তার পরিচয় একটাই ---
কোনো হিন্দু নয়, নয় কোনো মুসলমান
কোনো ইহুদি নয়, নয় কোনো খ্রীষ্টান
বৌদ্ধ-জৈন্য-শিখ কিছুই নয়
সে এখন ভারতীয়।
অথচ অভ্যন্তরে---
ভাংচুর ঐ মসজিদে -মন্দিরে...
গো মাতার পূজায় মাতে কত হিন্দু ছেলে
জন্মদাত্রী মা 'কে রাখে অনাহারে !
আজব দেশ, আজব সমাজ, আজব তোমাদের সংস্কৃতি !
মুখোশ পড়ে আজও চালাও
জাতের নামে বজ্জাতি ...