Header Ads

Breaking News
recent

পারমিতা চক্রবর্ত্তী, শুভাশিস সিংহ

পারমিতা চক্রবর্ত্তী, শুভাশিস সিংহ
 আরোগ্য নিকেতন 

নাহ, তেমন কিছু বলার নেই
বিবাদ সমাবর্তন উৎসবে
বিষাদ অতিথি'র চেয়ারে
বিরতির ওপারে ফিরে আসার উপাসনায়
গলায় স্টেথো ঝুলিয়ে চলছে সময়
বিতৃষ্ণায় গলা ভেজাতে
ওষুধের বড়ো প্রয়োজন অনিকেত
ওষুধের বড়ো প্রয়োজন

এই করিডোর জুড়ে
শুধুই বিরামহীন অপেক্ষা
মৌনতার গভীরে আয়ুরেখা বরাবর
টুপ-টাপ পলাশের ঝরে চলা
চেতনার কোন রং হয় না মুসকান
এ মেহফিলে কেয়ার অফ নীরবতাই মুখ্য

তেজপাতার রঙ যে শাড়িতে লাগে
দূরত্ব বোঝাতে উপহার দিয়েছিলে
সেই মেয়েটা কে হলদে ওড়নার সরম
আজ শব্দের নিরিখে কবিতা তুচ্ছ ..
যদিও উত্তেজনায় সাড়া দেওয়া জীবের বৈশিষ্ট্য
ঘুমের কোন মৌলিক দাবি  থাকে না আলতামাস

আমি বলি কি "স্বাস্থ্যপান" করো
বুঝবে
এ বরফের দেশে জলের কতটা অভাবকোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.