তোমার সমস্ত সবুজ থেকে
তুলে রেখেছ অভিকর্ষীয় আবেগ
নিরাপদ ছায়ারা মুখ লুকিয়েছে
জমাট অন্ধকারে।
সেই সব টুকরো নুড়ি পাথরের গল্প নিয়ে
অভিমানী তোমার সাজ।
তোমার শরীর জুড়ে আগুন আলোয়
আটপৌরে অপমানের বাস
চৈত্রের বাতাসে জর্জর হয় না যৌবনভার
আজও স্বপ্নের মত অতলান্ত গহন সুন্দরতা।
কোন দিকভ্রান্ত শূন্যতার অভিসার আজ
তোমার সরোবরে,
মুকুলিত সৌরভ, ডাহুকের আর্তিতে আর
বনজ মল্লিকায় শিহর রাত
অভিমান তোলো,আকাশের নীলে ঢেকে রাখো লালিত অপমান
বরঞ্চ প্রতিশোধ আনো সুচারু অভিনয়ে
ভুমিষ্ঠ আগামীর প্রতিজ্ঞায় মেপে নাও নীল বিষ
মানবের অহংকারে ছুঁড়ে দাও
ঘৃণার্হ বায়বীয় উষ্ণতা
শান্ত হোক উন্মুখ আধুনিক ব্যাভিচার
ফুল মাটি পাতা ছুঁয়ে থাকা সবুজ নরম ছায়া
মধুবনে শিহরিত রোমজ আধার।
চোখের আলোয় দেখেছিলাম
তুমি দাঁড়িয়ে আছো
বকুল ছায়ায় একলাটি
হাতভর্তি বকুল ফুলে
গড়িয়ে পড়ছে সুবাস
সবুজ দূর্বার শরীরে
উন্মুখ মুক্তোর দল
চেটে পুটে নিচ্ছে তার স্বাদ
অথচ দেখছি তুমি নেই
দেখছি বুকের ভিতর
তোমার আসা যাওয়া
ছায়ালোকের আকুলিত সৌরভ
গড়িয়ে পড়ে ভিজে যাচ্ছে
আমার চেতনা
আমি অন্ধকারে দরজা খুলে
আলো খুঁজছি
তুমি দূরে বাতি নিয়ে
দাঁড়িয়ে আছো
পলাশরঙা পাঞ্জাবি
মুঠো ভর্তি আগুন
অথচ দেখলাম তুমি নেই
বুকের ভিতর জ্বলে রয়েছে
তোমার ছায়াছবি অনিবার