আজ সেই পঁচিশে বৈশাখ
আজ সেই পঁচিশে বৈশাখ
রবি কিরণে উদ্ভাসিত হয়েছে
বৈশাখী প্রভাত ।
হৃদয় নন্দনে সঞ্চারিত হয়েছে
সঙ্গীতের মেলবন্ধন ।
সকলের মননে জেগে উঠেছে
প্রকৃতি বন্দনা ।
কাব্যচর্চায় ফুটে উঠেছে
মানবতার জয়গান ।
প্রেমের ভাষায়, গৌরবের চেতনায়
ধ্বনিত হয়েছে তাঁর উজ্জ্বল নাম ।
তিনি মনুষ্যত্বের চির উন্নত শির
তিনি বাংলা সাহিত্যের,
এক জ্যোতির্ময় প্রাণপুরুষ,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।
তাঁর আলোর দ্বীপ্ত আভায়
সকলে আজ উজ্জীবিত ।
তাঁর দেখানো মানব কল্যান ও দেশপ্রীতি
আজ সার বিশ্বের সম্পীতি ।
সৃজন শক্তি খুঁজে পাই আজ
তাঁর সৃষ্ট গানে ।
প্রণাম জানাই কবিশ্রেষ্ঠ
তোমার জন্মদিনে ।।
আজ সেই পঁচিশে বৈশাখ
রবি কিরণে উদ্ভাসিত হয়েছে
বৈশাখী প্রভাত ।
হৃদয় নন্দনে সঞ্চারিত হয়েছে
সঙ্গীতের মেলবন্ধন ।
সকলের মননে জেগে উঠেছে
প্রকৃতি বন্দনা ।
কাব্যচর্চায় ফুটে উঠেছে
মানবতার জয়গান ।
প্রেমের ভাষায়, গৌরবের চেতনায়
ধ্বনিত হয়েছে তাঁর উজ্জ্বল নাম ।
তিনি মনুষ্যত্বের চির উন্নত শির
তিনি বাংলা সাহিত্যের,
এক জ্যোতির্ময় প্রাণপুরুষ,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।
তাঁর আলোর দ্বীপ্ত আভায়
সকলে আজ উজ্জীবিত ।
তাঁর দেখানো মানব কল্যান ও দেশপ্রীতি
আজ সার বিশ্বের সম্পীতি ।
সৃজন শক্তি খুঁজে পাই আজ
তাঁর সৃষ্ট গানে ।
প্রণাম জানাই কবিশ্রেষ্ঠ
তোমার জন্মদিনে ।।
সুচিন্তিত মতামত দিন