Header Ads

Breaking News
recent

সৌরভ মজুমদার

সৌরভ মজুমদার
 আমার আহ্লাদ 

অবিরত সংঘাত...
অযুত সময় ধরে তোমাকেই খুঁজে ফেরা
নরম সবুজ ভিজে ঘাসজমি
অজস্র পাথরপথ পার হয়ে এসে
আমার আহ্লাদ

অনন্ত আলো
আর ঘোর লাগা ভোরের আশায়
জেগে থাকা নিযুত রাত্রি
তোমাকেই ভেবে ভেবে ক্লান্তিহীন শব্দের মিছিলে
বিপন্ন বিষ্ময়

সমস্ত অপ্রেম
তোমাকেই জানাব বলে
পাড়ি দেওয়া অথইসাগর ডিঙ্গি নৌকোয়,
শিকেয় তুলে সুখযাপন সবটুকু
আমার কষ্ট পরিচয়

আনন্দ অপার
তোমাকেই এনে দেব পারিজাত, অমৃত জল
একাকী বিষপানে নীলকণ্ঠ হয়ে বারবার
শুধু বোলো একবার, আমিও তোমার যেতে চাই 

রাতপাহাড়ের কোটর থেকে ঝ’রে পড়া ভেজা ভেজা ঘন অন্ধকার
আর ফোঁটা ফোঁটা নিঝুম শূন্যতা নিয়ে, যেতে চাই তোমার কাছে ।
শব্দহীন যেতে চাই । যেতে চাই অঝোর ভিজে । ক্রমাগত আছড়ে
পড়তে থাকা এক একটা দিনকে অতিক্রম ক’রে যেতে চাই ফিরে
সেই কবেকার না পাওয়াতেই । যেতে চাই দীনতার কাছে । আবার ।

যেতে চাই আরও একবার তোমার সমুদ্রে । তটে । ভাঙ্গা বাতিঘরে ।
দিগদর্শী আলোয় যেতে চাই তোমার কাছে । নোয়ার দুরন্ত নৌকার যাওয়ার
মত, মত্ত অশান্ত ঢেউপথ চিরে চিরে । দানবীয় দোলাচলে কোমল গান্ধার  
ছুঁয়ে ফিরে ফিরে যেতে চাই আড়ালের কথামালায় । তারসপ্তকের পঞ্চমে ।
যেতে চাই তোমার অন্ধকারের ছায়ায় । আমার প্রাক্তন আলোকগহ্বরে ।    

প্রতিদিনের অস্তিত্ব নিয়েই যেতে চাই তোমার ভীষণ প্রচণ্ডতায় । রুক্ষবিলাসে ।
নির্লিপ্ত অবজ্ঞার তাপে পুড়ে যেতে চাই । তোমার কালো আকাশের মেঘমেঘ স্তরে,
যেতে চাই তোমারই উষ্ণতায় ভেসে, ব্যারেন আইল্যান্ডের মত। আগুনপাহাড় ঝড়ে ।  
এক একটা নিভন্ত ছাইকণার মত, উড়তে উড়তে যেতে চাই তোমার নক্ষত্রলোকে -
সব সুর, সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলে পৃথিবীর, যেতে চাই । যেতে চাই তোমার উদ্দেশে ।।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.