বিশ্বজিৎ কুণ্ডু

বিশ্বজিৎ কুণ্ডু
 প্রনমি তোমায় 

হে পার্থসারথি ,
পাঞ্চজন্য ধ্বনিত হোক
যুদ্ধের দামামা বেজে উঠুক ।

হে বিদ্রোহী ,
বিদ্রোহ আজো অটুট থাক
ধর্মের আর জাত বিদ্বেষে ।

হে দুঃখী ,
দুঃখ তোমার সঙ্গ ছাড়েনি
তুমি ত্যাগ করেছো সুখ-কে ।

হে প্রেমিক ,
যে প্রেম দিতে আর নিতে এসেছিলে
দিয়ে যাও এই ভিক্ষার শূন্য ঝুলিতে ।

হে কবি ,
গালাগালি করেছো গলাগলিতে
হিঁদু- মুসলিমের দলাদলিতে ।

হে দুখুমিয়া ,
তুমি বিদ্রোহী রণক্লান্ত, তুমি কবি,
তুমি উন্মাদ, তুমি অস্তাচলের রবি ।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন