গৌতম বসু



 যে চোখে চোখ রাখতে পারিনি 

স্বীকার করবনা, মুগ্ধতা ছিল, ভালবাসাও ছিল,
কিন্তু তার চেয়েও বেশী ছিল কৃতজ্ঞতাবোধ
হিমশীতল পেশাদারিত্বের বাধা অতিক্রম করে
তাও জানাতে পারিনি — এ আমার ব্যর্থতা

প্রতিনিয়ত অন্ধকার হাতড়াতে থাকা ক্লান্ত চোখ
একচিলতে আলোর রেখা দেখে ভুল করে ফেলে
হতাশার কক্ষপথে নিরবিচ্ছিন আবর্তন থেকে
কক্ষচ্যুত হবার উদগ্র বাসনা, ক্ষনিকের আত্মবিস্মৃতি

হঠাৎ স্বপ্নভঙ্গ হয় সম্মুখে সজোরে দরজা বন্ধের শব্দে
আত্মগ্লানির মধ্যে ডুবে যেতে যেতে অনুভব করি
অনাহূতের মতোই ছুটে গিয়েছিলাম তোমার কাছে,
নেহাতই স্বার্থপরের মতো — এ আমার লজ্জা

সত্যিকারের ভালোবাসা তো প্রতিদান প্রত্যাশা করেনা,
আমার অভিমান — সেও তো একান্তই আমার
যন্ত্রনা লুকিয়ে দূরে চলে যেতে চাই, নিজেকে বোঝাই
কাউকে ভালোবাসা তো কোনো অপরাধ নয়

তবু নিরুপায় সাক্ষাতে চোখে চোখ রাখতে পারিনা


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন