x

প্রকাশিত | ৯২ তম মিছিল

মূল্যায়ন অর্থাৎ ইংরেজিতে গালভরে আমরা যাকে বলি ইভ্যালুয়েশন।

মানব জীবনের প্রতিটি স্তরেই এই শব্দটি অবিচ্ছেদ্য এবং তার চলমান প্রক্রিয়া। আমরা জানি পাঠক্রম বা সমাজ প্রবাহিত শিক্ষা দীক্ষার মধ্য দিয়েই প্রতিটি মানুষের মধ্যেই গঠিত হতে থাকে বহুবিদ গুন, মেধা, বোধ বুদ্ধি, ব্যবহার, কর্মদক্ষতা ইত্যাদি। এর সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা থেকেই এক মানুষ অপর মানুষের প্রতি যে সিদ্ধান্তে বা বিশ্বাসে উপনীত হয়, তাই মূল্যায়ন।

স্বাভাবিক ভাবে, মানব জীবনে মূল্যায়নের এর প্রভাব অনস্বীকার্য। একে উপহাস, অবহেলা, বিদ্রুপ করা অর্থই - বিপরীত মানুষের ন্যায় নীতি কর্তব্য - কর্ম কে উপেক্ষা করা বা অবমূল্যায়ন করা। যা ভয়ঙ্কর। এবং এটাই ঘটেই চলেছে -

চলুন মিছিলে 🔴

মঙ্গলবার, মে ০৯, ২০১৭

চয়নিকা

sobdermichil | মে ০৯, ২০১৭ | | মিছিলে স্বাগত
চয়নিকা
 জাত 

তুই তো নাকি অন্য জাতের মেয়ে,
তোদের নাকি অন্য রীতিনীতি,
তোর সাথে তাই প্রেমটা করা মানা,
সিঁদুর নাকি ছোঁয়না তোদের সিঁথি।

আমার তবু একলা লাগে জানিস,
সন্ধ্যে যখন রাতের চাদর পরে,
তোর আর কি যায় বা আসে তাতে,
অন্য জাত তো মানবে না তোর ঘরে।

তবু আমি চাঁদ দেখি তুই ভেবে,
তোর নামটাই লিখি আপনমনে,
পাওয়া তোকে হবে না তাও জানি,
মন যদিও অন্য কথা মানে।

মেঘও তো বৃষ্টি ঘিরে থাকে,
নদীও সেই সাগরপাড়ে যায়,
জাতপাত কি ওদের নেই তবে!
ওটা কি শুধুই তোর আর আমার দায়?

তুই বলবি আমি পাগল ছেলে,
জানি না কিছুই কোনটা কালো কোনটা একটু সাদা,
আমি জানি, আমরা একই হলেও,
জাত আমাদের ভীষণ আলাদা।


 আমার শহর 

মার শহর ভীষণ পালটে যাচ্ছে,
খেলে না আর ইকির-মিকির খেলা,
মুখের আদল মুখোশ জমা পরে,
বসে না আর কোথাও প্রানের মেলা।
শহর আমার কালো ধোঁয়ায় মোড়া,
গাছের পাতায় অবিশ্বাসের ছাপ,
শহর আমার ভীষণ পালটে যাচ্ছে,
শরীর জুড়ে ছড়িয়ে পরছে পাপ।
শহর এখন সর্পিল আগ্রাসী,
অন্ধকারে খোঁজে রক্তের স্বাদ,
শহর আমার ভীষণ পালটে যাচ্ছে,
হৃদয় ভরা এখন অবসাদ।
শহর আমার জানতো প্রথম প্রেম,
জানতো প্রথম ভিতু হাতের ছোঁওয়া,
শহর আমার ভীষণ পালটে গেলেও,
স্বপ্নগুলো শহর থেকেই পাওয়া।Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

�� পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন

■ শব্দের মিছিলের সর্বশেষ আপডেট পেতে, ফেসবুক পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.