বিপ্লব পাল

বিপ্লব পাল
 শূন্য 

শূন্য হয়ে বসে আছি গূঢ় অন্ধকার ঘিরে
অরণ্য নির্মানের আগে আমাকে স্পর্শ কর
অনিবার্য মুঠো ভরে দাও প্রকৃত ক্ষত
আমাকে যূথভ্রষ্ট সন্ধান করবার আগে

তাড়িত সমারোহে বিদ্রুপ ছায়া ঠোঁট
ক্রমশ রেখার মতো অহেতুক ছুঁতে চায়
আর কত প্রথিত উপহাস তরঙ্গ আমার

শূন্য হয়ে বসে আছি গূঢ় অন্ধকার ঘিরে



 চিত্রকল্প 

আঁকিবুকি চিত্রকল্পে বেদম চুম্বন দেই
শাণিত দুহাতে ছুঁয়ে ফেলি চাঁদের রূপক
ধ্রুপদী বিটোফেন নয় আজ আমি ভনগখ
তোমাকে বৃষ্টি এনে দেব দুরন্ত দিলখুশ ইন্দ্রজাল বুকে
ফুল্লকুসুমিত রাধা দরজা খোল, দরজা খোল
ছিঁড়ে ফেলে জ্যোৎস্নারাত, পীরের কবচ
ফসলের মাঠ শিশির ভেজা, অনন্ত খাজানা

জন্ম দাও উদ্দাম গতির মৌল রসায়ন





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.