বীণা মোদক চৌধুরী
তবু মনে রেখো
বৈশাখ চলে গেছে ......
চলে যায়নি অনাদি অনন্ত যুগ যুগান্ত
ধরে যে ধারা প্রবাহিত নদী পথে
বয়ে চলে জীবনের ডাকে, এখনো কি
চেননি তারে ?
সময়ের অপেক্ষা চেনা গণ্ডির পথ,
যায়নি ফুরায়ে আবার হবে দেখা ।
রেখে গেল তার ভয়ার্ত চেনা রূপরেখা
গ্রীষ্মের বাতাবরণ, খরতাপ, বাস্পহীন
ভাবনায় রেশখানি ফেলে ।
বৈশাখ চলে গেছে.........
গরমের বিকেলে পড়ন্ত রোদ হারিয়ে,
অকস্মাৎ নিকষ কালো অন্ধকার আকাশ!
হাওয়ার গতি আছড়ে পড়ে, গাছপালা ভেঙে,
টিনের চাল উড়ে যায় দিকশূন্য পুরে ।
কালবৈশাখীর সাথে বজ্র কাঁপায় তান্ডব,
বৃষ্টির নিদাদ, পরিমাপ নেই ঝোড়ো হাওয়া,
লন্ডভন্ড আশাহীন জীবন, বাগানের এককোণে
গোলাপের কুসুমকলিটি কুঁড়িতেই বৃন্ত চ্যুত-
শুধু বৈশাখ চলে গেছে...........
তবু মনে রেখো ।
বৈশাখ চলে গেছে ......
চলে যায়নি অনাদি অনন্ত যুগ যুগান্ত
ধরে যে ধারা প্রবাহিত নদী পথে
বয়ে চলে জীবনের ডাকে, এখনো কি
চেননি তারে ?
সময়ের অপেক্ষা চেনা গণ্ডির পথ,
যায়নি ফুরায়ে আবার হবে দেখা ।
রেখে গেল তার ভয়ার্ত চেনা রূপরেখা
গ্রীষ্মের বাতাবরণ, খরতাপ, বাস্পহীন
ভাবনায় রেশখানি ফেলে ।
বৈশাখ চলে গেছে.........
গরমের বিকেলে পড়ন্ত রোদ হারিয়ে,
অকস্মাৎ নিকষ কালো অন্ধকার আকাশ!
হাওয়ার গতি আছড়ে পড়ে, গাছপালা ভেঙে,
টিনের চাল উড়ে যায় দিকশূন্য পুরে ।
কালবৈশাখীর সাথে বজ্র কাঁপায় তান্ডব,
বৃষ্টির নিদাদ, পরিমাপ নেই ঝোড়ো হাওয়া,
লন্ডভন্ড আশাহীন জীবন, বাগানের এককোণে
গোলাপের কুসুমকলিটি কুঁড়িতেই বৃন্ত চ্যুত-
শুধু বৈশাখ চলে গেছে...........
তবু মনে রেখো ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন