বন্যা ব্যানাজ্জী

বন্যা ব্যানাজ্জী
 আহ্বান 

গুন মিছিলে চলেছে সভ্যতার পথিক।
রাস্তা জুড়ে ছড়িয়ে আছে বিবেকের লাশ।
গোপন ধর্ষণে স্থবির অন্তরাত্মা।
বোবা কলমে প্রতিবাদ আসেনা আর।
কোথায় তুমি বালিকা
যে কাবেরীর জলে ভাসিয়ে ছিলে ফুল!
কান্ডারী আর একটি বার শেকল ভাঙার গান শোনাও।
আর একটি বার শব্দ মিছিলে এসো
ওগো বিদ্রোহী নজরুল।।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন