অনুক্তা ঘোষাল
।।আজ।।
আজ ভুল পথে বাতাস বইছে দেখ
জানলার কাচে আছড়ে পড়েছে মেঘ।
বিধি মেনে আজ সূর্য হাসেনি বলে
ক্ষুণ্ণ হয়েছে আকাশের ভাবাবেগ।
কিছু কথা আজ পরিযায়ী ঠোঁটে লেগে,
ভেসে থাকে শুধু পোষ মানব না বলে।
কিছু স্বপ্নরা নুন পান্তায় মেখে
হেসে ওঠে আজ দিন মজুরের থালে।
আজ দুটি মন মিলছে হাতে হাতে
এক কালিতে আঁকছে আকাশ বুকে ।
আজ বহুরাত জেগে থাকা কথাগুলো,
ঘুমোবে গভীর গায়ের গন্ধ শুঁকে।
আজ ভুল পথে বাতাস বইছে দেখ
জানলার কাচে আছড়ে পড়েছে মেঘ।
বিধি মেনে আজ সূর্য হাসেনি বলে
ক্ষুণ্ণ হয়েছে আকাশের ভাবাবেগ।
কিছু কথা আজ পরিযায়ী ঠোঁটে লেগে,
ভেসে থাকে শুধু পোষ মানব না বলে।
কিছু স্বপ্নরা নুন পান্তায় মেখে
হেসে ওঠে আজ দিন মজুরের থালে।
আজ দুটি মন মিলছে হাতে হাতে
এক কালিতে আঁকছে আকাশ বুকে ।
আজ বহুরাত জেগে থাকা কথাগুলো,
ঘুমোবে গভীর গায়ের গন্ধ শুঁকে।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন