নগ্ন চাঁদের দিনে --শুকনো বাঁশপাতা বিছানো
সল্লার (দিঘির নাম) পাড়ের সেই অদৃশ্য মানবী
আমাকে ডাকে --নীল আলোর ভিয়ানে,
শুভ অশুভ বোধ নেই
কালপেঁচা ডাকে
মরা বোলের (বকুল) ডালে,
তার দিঘল চোখের হিপনোটাইজ্ ভিশনে --
যেন ছিপে গাঁথা মাছ...
সবুজ ঢেউ নিয়ে
যে মানবী রোজ ডিঙা পাঠায়
সেই কৃষ্ণরমণ ---আমার রাই
করবী বনে...
রাঙা লিচুর মতো ঠোঁট নিয়ে
যে কেউ বসন্ত বাহার গায়তে পারে
অনন্তশয্যায়...
তবু সবার মধুচন্দ্রিমা --
সুইট হয় না...
আসলে নগ্নতা খূঁজতে খূঁজতে --
একসময় নিজেকেই নগ্ন দেখি...
বকুল মালা হাতেই থেকে যায়
ফলত: প্রশ্ন ---
প্রেম ঈশ্বর হলে
আজ কেন বহুবচন!