নার্গিস ফুল
বেদনা ভরা ফুলের সমাধি দিয়ে বন্ধু
পাষাণ বুকে কত যত্নে যে ফুল ফুটালে
পেলে কি তারে?
গোমতীর তীরে
যায় ফিরে ফিরে,
শুকনো ফুলের বাসর কাদেঁ এখন ও সাঝেঁ
পুকুর ঘাটে, আমতলায় শোনা যায়
তৃষার্ত প্রেমিকের বাশুঁরীর সুর
শাহজাহান যদি হয় নজরুল
মমতাজ নার্গিস ফুল।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন